Monique Flavell
অস্ত্রেলিয়ায় ভ্রমন অস্ত্রেলিয়ায় প্রতি দিন অনেক লোক ভ্রমন করে। অনেক রকম উপায় ভ্রমন করতে পাওয়া যায়। অনেক পরিবার তাদের নিজের গাড়ী আছে। কিন্তু সহরে অনেক লোক বাস বা ট্রেনে ভ্রমন করে। আমরা অনেক সাইকেলও দেখতে পারি। কয়েকজন ছেলেমেয়ে স্কুলে হাঁটে বা তাদের বাবা-মা গাড়িতে স্কুলে চালান। আমার ছোটবেলায় প্রথম ৮বছরের জন্য আমাদের মা আমরা গাড়িতে স্কুলে চেলেয়েছিলেন কারন আমাদের স্কুল বারির কাছাকাছি ছিল। কখন আমরা হাইস্কুলে গেলে তখন আমরা স্কুলের বাসে ভ্রমন করেছিলাম। অনেক লোক বিমানে ভ্রমন করে। মাঝে মাঝে লোকেরা কাজের জন্য বিমানে ভ্রমন করে। বড় সহরের বিমানবন্দরে মিটিং কামরা আছে। যদি আমরা বাস, ত্রেন বা বিমান চলতে চায় তখন আমাদের একটা টিকেট লাগবে এবং আমাদের দেরি হতে পারি না! আমাদের জন্য অপেক্কা করবে না!
2014년 8월 3일 오전 9:27
교정 · 1
1

অস্ট্রেলিয়ায় ভ্রমণ

অস্ট্রেলিয়ায় প্রতিদিন অনেক লোক ভ্রমণ করে। অনেক রকম উপায়ে ভ্রমণ করতে পারা যায়। অনেক পরিবারের নিজস্ব গাড়ি আছে। কিন্তু শহরে অনেক লোক বাস বা ট্রেনে ভ্রমণ করে। আমরা অনেককে সাইকেলে ভ্রমণ করতে দেখি। স্কুলের বাচ্চারা হেঁটে বা তাদের বাবা-মায়ের সাথে গাড়িতে করে স্কুলে যায়। আমার ছোটবেলায় প্রথম ৮ বছর আমি আমার মায়ের সাথে গাড়িতে করে স্কুলে গিয়েছিলাম কারণ আমাদের স্কুল বাড়ির কাছাকাছি ছিল। যখন আমি হাইস্কুলে উঠি তখন আমি স্কুলের বাসে করে ভ্রমণ করতাম।

অনেক লোক বিমানে ভ্রমণ করে। মাঝে মাঝে লোকেরা কাজের জন্য বিমানে ভ্রমণ করে। বড় শহরের বিমানবন্দরে মিটিং কামরা আছে।

যদি আমরা বাস, ট্রেন বা বিমান চলতে চাই তখন আমাদেরকে আগে থেকে টিকিট কেটে রাখতে হয় এবং যথাসময়ে স্টেশনে পৌঁছতে হয়। আমাদের কোনভাবেই দেরি করতে পারি না, কারণ সেগুলো আমাদের জন্য অপেক্ষা করবে না!

 

I have corrected this note keeping your level of understanding of Bengali. I haven't corrected semantic nuances in fear of making extra puzzle to you! Just for today: it is যাতায়াত when you are talking about "communication" in everyday life. ভ্রমণ is used to mean "travel," which has a slightly further destination, and is basically intended for leisure or official need. I think in this article you wanted to talk about Australian communication system instead of traveling. And when in doubt, use English words instead. (not as a rule though!)

2014년 8월 13일
더 빨리 진행하고 싶나요?
이 학습 커뮤니티에 참여하고 무료로 연습해보세요!