Xismy19996
এগুলো ঠিক কোরে দেন The interview was scheduled to occur on Friday. সাক্ষাত্কার শুক্রবারএ তফসিলভুক্ত করা হযেছে You are crossing your limits. তুমি তোমার সিমা পার করছো I am much more organized than you are. আমি তোমার বেশি ছেযে আয়োজিত The man jumped off the roof. লোকটা ছাদ থেকে লাফাই দিল If he doesn't value your criticism, then how will he improve himself? যদি তোমার সমালোচনা মুল্য করে না, তাহল কিমন করে নিজের কি উন্নতি করবে? Who else is involved? আর কি জড়িত?
2014년 2월 14일 오후 11:10
답변 · 1
The interview was scheduled to occur on Friday. সাক্ষাত্কার শুক্রবারএ তফসিলভুক্ত করা হযেছে Interview টা শুক্রবারে হওয়ার কথা ছিল। You are crossing your limits. তুমি তোমার সিমা পার করছো । তুমি তোমার সীমানা ছাড়িয়ে যাচ্ছ । Usually, we use to say: তুমি সীমানা ছাড়িয়ে যাচ্ছ । or just: তুমি ছাড়িয়ে যাচ্ছ । I am much more organized than you are. আমি তোমার বেশি ছেযে আয়োজিত আমি তোমার থেকে সাজানো-গছানো । The man jumped off the roof. লোকটা ছাদ থেকে লাফাই দিল । লোকটা ছাদ থেকে লাফ দিয়েফেললো । লোকটা ছাদ থেকে লাফা দিয়েদিল। If he doesn't value your criticism, then how will he improve himself? যদি তোমার সমালোচনা মুল্য করে না, তাহল কিমন করে নিজের কি উন্নতি করবে? যে তার সমালোচনা বিচার করে না, সে কিভাবে নিজের কি উন্নতি করবে? you can say this too: যে তার সমালোচনা সহ্য করে না, সে কিভাবে নিজের কি উন্নতি করবে? Who else is involved? আর কি জড়িত? আর কে জড়িত? you can also say: আর কে কে জড়িত? if you want to mean plural.
2014년 2월 17일
아직도 답을 찾지 못하셨나요?
질문을 남겨보세요. 원어민이 도움을 줄 수 있을 거예요!