Here goes:
Shure O Banir Mala Diye
by Kazi Nazrul Islam
সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে
You touched me with a garland of tune and lyrics
অনুরাগ-কুমকুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে
Gave adornment of affection on the body and soul, but why not love in the heart?
বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়
Where did you hide upon playing the flute
যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায়
The flower that you bloomed dries up
কী যেন হারায়ে প্রাণ করে হায় হায়
The heart cries out feeling the loss of something
কী যে চেয়েছিলে — কেন কেড়ে নাহি নিলে
That which you wanted — why didn't you snatch away?