Monique Flavell
আমার শ্রেণী আজ সন্ধায় আমি রুবেলের সাথে বাংলার শ্রেণী ছিল। আমরা যে সংখ্যা আমি গত বার শেখেছি সেতা আমরা চর্চা করেছি এবন্দ নতুন সংখ্যা সিখেছিলাম। এখন আমি এক থেকে একশ পর্যন্ত গুনা গণনা করতে পারি কিন্তু আর এক্তু চর্চা দরকার। আমরা আলাদা দেশের উপায় বিয়ে অনুস্থানের বিষ্য কথা বলেছি। আমার জন্য খুবি সাহায়ক ছিল।
3 авг. 2014 г., 11:49
Исправления · 3
4

আমার পাঠ

আজ সন্ধ্যায় আমার রুবেলের সাথে বাংলার পাঠ ছিল। আমি গতবার যে সংখ্যা গণনা শিখেছি সেটা আজ আবার চর্চা করেছি এবং নতুন সংখ্যা শিখেছি। এখন আমি এক থেকে একশ পর্যন্ত গণনা করতে পারি। কিন্তু আর একটু চর্চা করা দরকার। আমরা বিভিন্ন দেশের বিভিন্ন উপায়ে বিয়ের অনুষ্ঠানের বিষয়ে কথা বলেছি। যা আমার জন্য খুবই সহায়ক ছিল।

5 февраля 2015 г.

আমার শ্রেণী

আজ সন্ধায় আমার রুবেলের সাথে বাংলার পাঠ ছিল। আমরা যে সংখ্যা গত বার শেখেছি সেটা চর্চা করেছিলাম এবং নতুন সংখ্যা শিখেছিলাম। এখন আমি এক থেকে একশ পর্যন্ত গণনা করতে পারি কিন্তু আর একটু চর্চা দরকার। আমরা আলাদা দেশের  বিয়ের অনুষ্ঠানের বিষয়ে কথা বলেছি। আমার জন্য খুবই সহায়ক ছিল।

15 февраля 2015 г.

আমার ক্লাস

আজ সন্ধায় রুবেলের সাথে আমার বাংলার ক্লাস ছিল। গতবার যে সংখ্যা গণনা আমি শিখেছি সেটা আজ আবার চর্চা করেছি এবং নতুন সংখ্যা শিখেছি। এখন আমি এক থেকে একশ পর্যন্ত গণনা করতে পারি। কিন্তু আর একটু চর্চা করা দরকার। আমরা আলাদা দেশের উপায় বিয়ে অনুস্থানের বিষয়ে কথা বলেছি। আজকের ক্লাসটি আমার বাংলা গণনা শেখার জন্য খুবই সহায়ক ছিল।

 

আমরা আলাদা দেশের উপায় বিয়ে অনুস্থানের বিষয়ে কথা বলেছি। (can u please provide this sentence in English? don't understand fully what you want to say. see u soon!)

12 августа 2014 г.
Вы хотите продвигаться быстрее?
Присоединяйтесь к этому обучающему сообществу и попробуйте выполнить бесплатные упражнения!